রাজধানীর জিগাতলায় দুই কলেজ শিক্ষার্থী ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতরা হলেন, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের উচ্চ মাধ্যমিকের ২য় বর্ষের ছাত্র আলফাজ সানি অপু (১৮) ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের একই বর্ষের কাজী ইশতেয়াক আহমেদ মুনিম (১৮)। বুধবার বিকালে জিগাতলা নেসক্যাফের ভিতরে এই ঘটনা ঘটে। আহতরা জানান, বিকালে তারা ৮-৯ বন্ধু মিলে জিগাতলা নেসক্যাফের ভিতরে আড্ডা দিচ্ছিলেন। তখন তাদের কলেজের ১ম বর্ষের ২০-২৫ জন শিক্ষার্থী এসে অতর্কিত আক্রমণ করে। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে তাদের আহত করে পালিয়ে যায়। আহতরা বলেন, কি কারণে...