যশোর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উর্ধ্বতন হিসাব সহকারী মহাসিন আলীর বিরুদ্ধে ঠিকাদারি ও নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। দীর্ঘ ১৭ বছর ধরে একই দপ্তরে থেকে তিনি আউটসোর্সিং নিয়োগে ঘুষ বাণিজ্য ও বেনামে ঠিকাদারি করে বিপুল সম্পদের মালিক হয়েছেন। শ্রমিক লীগ যশোর জেলা শাখার নেতা হওয়ায় এতদিন তার বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। একবার ঘুষ কেলেঙ্কারিতে ‘তিরস্কার’ ছাড়া আর কোনো শাস্তি পাননি তিনি। এতে পাউবো’র কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। অভিযোগ অনুসারে, ২০২৫-২৬ অর্থবছরে পাউবো যশোরে আউটসোর্সিং প্রক্রিয়ায় ৩১ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। ওই নিয়োগে মহাসিন আলী মেহেরপুরের “জোহা এন্টারপ্রাইজ” নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স ভাড়া নিয়ে টেন্ডার জমা দেন এবং টাকার লেনদেনের জন্য ঝিনাইদহের আবু সাইদ নামের একজনকে সহযোগী করেন। অভিযোগকারীরা জানান, পূর্বে কর্মরত ৩১ জনের মধ্যে...