সম্প্রতি বুয়েটে ধর্ষণের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি বিতর্কিত পোস্ট দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নবনির্বাচিত নির্বাহী সদস্য আকাশ দাস। মুহূর্তের মধ্যে তার এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তার এই পোস্ট ঘিরে ক্যাম্পাসে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তীব্র সমালোচনার মুখে পড়েছেন চাকসুর এই প্রতিনিধি। তবে সমালোচনা শুরু হলে তিনি তার এই পোস্ট ডিলিট করে দেন। পরে তিনি এমন মন্তব্যের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়ে নিজের একাউন্ট থেকে আরেকটি পোস্ট করেন। সদ্য অনুষ্ঠিত চাকসু নির্বাচনে আকাশ দাস নির্বাহী সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয় লাভ করেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মনোনীত প্যানেলের প্রার্থী ছিলেন। চাকসুর পরপরই তিনি ধর্ষণের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করায় তাকে ঘিরে চলছে নানা সমালোচনা। সম্প্রতি বুয়েটে ধর্ষণের ঘটনায়...