ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে যদি কোন শঙ্কা তৈরি হয় বা অনিশ্চয়তা দেখা দেয় তাহলে রাজনৈতিক দলগুলোসহ অন্তর্বর্তী সরকারকেও সেই দায় নিতে হবে মন্তব্য করেছে জামায়াতে ইসলামী। বুধবার ২২ অক্টোবর সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। ব্রিফিংয়ে উঠে আসে গণভোটের বিষয়টি। এ বিষয়ে তাহের বলেন, ‘গণভোটে বিএনপি রাজি হলেও নির্বাচনের দিনই চেয়ে জটিলতা সৃষ্টি করছে। কারণ মৌলিক বিষয় গণভোট, তার সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই। আসলে বিএনপি গণভোট চায়নি, জণগণের চাপে রাজি হয়েছে। কিন্তু প্যাঁচ লাগিয়ে রেখেছে। জামায়াত চায় নভেম্বরের শেষে গণভোট হবে। পরে জাতীয় নির্বাচনের জন্য যথেষ্ট সময় থাকবে।’ নির্বাচনের দিন গণভোট হলে আইনগত জটিলতা তৈরি হবে জানিয়ে তিনি বলেন,...