বুধবার (২২ অক্টোবর) উপজেলার চাঁনপুর এলাকায় মুকুন্দপুর বিওপির টহল দলের হাতে এসব ইয়াবা আটক হয়। বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ২০০৭/৭-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁনপুর এলাকায় টহলদল ফাঁদ পেতে অবস্থান নেয়। এসময় ভারতের দিক থেকে দুইজন সন্দেহভাজন ব্যক্তি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে টহলদল তাদের ধাওয়া করে। এ সময় তারা কসটেপে মোড়ানো দুটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে প্যাকেট দুটি তল্লাশি করে ২০ হাজার পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা। উদ্ধার করা ইয়াবাগুলো ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবগত করে ধ্বংসের উদ্দেশ্যে ব্যাটালিয়ন সদরে...