নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত ভঙ্গ করে অবৈধভাবে পদোন্নতি ও নিয়োগ দিয়ে সরকারের ১ কোটি ২৭ লাখ টাকার ক্ষতি করার অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় আসামি করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক (অব.) বেনু কুমার দে-কে। বুধবার (২২ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংস্থাটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। দুদকের অনুমোদিত মামলায় আসামি হিসেবে আরও রয়েছেন— যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস) পরিতোষ কুমার বিশ্বাস, সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুস সাত্তার, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর, যবিপ্রবির সাবেক কোষাধ্যক্ষ প্রফেসর মো. জামাল হোসেন এবং রেজিস্ট্রার মো. আহসান হাবীব। দুদকের অনুসন্ধানে জানা যায়, নিয়োগ বিজ্ঞপ্তির...