খবর টি পড়েছেন :৬২তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট বাস্তবায়নের লক্ষ্যে বিভাগীয় দল গঠন এবং মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের অংশ হিসেবে শেরপুরে অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রতিযোগিতা ও খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর বুধবার বিকেলে শেরপুর শহীদ দারোগা আলী পৌরপার্ক মাঠে আয়োজিত ওই প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে শ্রীবরদী উপজেলা দল নকলা উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে জয় লাভ করে শ্রীবরদী উপজেলা দল। ফাইনাল শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ওইসময় তিনি বলেন, খেলাধুলা ও শরীরচর্চা মানুষকে সুস্থ ও সুশৃঙ্খল রাখে। শেরপুরের ফুটবলের ঐতিহ্য আরও উজ্জল করতে জেলার...