চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) কার্যালয় ভাঙচুরের ব্যাখ্যা দিতে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (২২ অক্টোবর) বিকাল ৫টায় নগরের ২ নম্বর গেট সংলগ্ন বিপ্লব উদ্যানে সংবাদ সম্মেলনের আয়োজন করেন চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির নেতারা। এ সময় এনসিপির নেতারা বলেন, নগরীর নিউমার্কেটের দোস্ত বিল্ডিংয়ের কার্যালয় থেকে গোপন বৈঠক করে চট্টগ্রামকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগসহ তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিয়মিত যাতায়াত করতো। কার্যক্রমও চলতো তাদের। প্রশাসন এ নিয়ে ব্যবস্থা নেয়নি। স্থানীয়দের আহ্বানে ওই কার্যালয় দেখতে যান এনসিপির নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এনসিপির চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন ও মোহাম্মদ এরফানুল হক। এতে উপস্থিত ছিলেন যুগ্ম সমন্বয়কারী মো. রাফসান জানি ও মো. জসিম উদ্দিন। এ ছাড়া কমিটির...