চলতি অক্টোবরের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৮৫ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ২২ হাজার ৬০৬ কোটি ৬০ লাখ (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। আজ বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। আরিফ হোসেন বলেন, গত বছরের অক্টোবরের প্রথম ২১ দিনে প্রবাসী আয় এসেছিল ১৭১ কোটি ৪০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১৩ কোটি ৯০ লাখ ডলার বা আট দশমিক ১০ শতাংশ। এদিকে, চলতি বছরের ১ জুলাই থেকে ২১ অক্টোবর পর্যন্ত...