
এলডিসি উত্তরণে বাংলাদেশকে দায়িত্বশীল ও উদ্ভাবনী এক উৎপাদনকেন্দ্র হিসেবে নিজেকে নতুনভাবে গড়ে তুলতে হবে বলে মনে করে আইসিসি বাংলাদেশ। সংগঠনটির ত্রৈমাসিক বুলেটিনের সম্পাদকীয়তে বলা হয়ছে-বাংলাদেশ এখন এক ঐতিহাসিক বাঁকে দাঁড়িয়ে আছে। জাতিসংঘের নির্ধারিত তিনটি সূচক জনপ্রতি ব্যক্তির আয় (এঘও ঢ়বৎ পধঢ়রঃধ), মানবসম্পদ সূচক (ঐঅও)এবং অর্থনৈতিক ঝুঁকি সূচক (ঊঠও) সবগুলোতেই সফলভাবে উত্তীর্ণ হয়েছে দেশটি। ফলে ২০২৬ সালের নভেম্বরে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (খউঈ) থেকে উন্নয়নশীল দেশের তালিকায় উঠতে যাচ্ছে। এই অর্জন আমাদের জন্য এক বিশাল গর্বের বিষয় যা গত পঞ্চাশ বছরের উন্নয়ন, শিল্পের অগ্রগতি এবং সামাজিক পরিবর্তনের প্রতিফলন। তবে এই উত্তরণ কোনো সমাপ্তি নয়; বরং এটি একটি নতুন ও আরও কঠিন অধ্যায়ের শুরু যেখানে দরকার হবে শক্তিশালী প্রতিষ্ঠান, দীর্ঘমেয়াদি কাঠামোগত সংস্কার এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার আরও বেশি সক্ষমতা।২০২৪ সালের জুলাই মাসের...