টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার প্রস্তাবনার প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকায় বসবাসরত টাঙ্গাইলের শিক্ষার্থী ও সাধারণ মানুষ।বুধবার (২২ অক্টোবর) বিকেলে রাজধানীর হাইকোর্টের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে অংশ নেওয়া টাঙ্গাইলবাসী জানান, টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার প্রস্তাব তারা মেনে নেবেন না। টাঙ্গাইল নিয়ে টানাহেঁচড়া চলবে না। টাঙ্গাইল যদি ঢাকা বিভাগে না থাকে, তাহলে একে স্বাধীন বিভাগ হিসেবে ঘোষণা করতে হবে।মানববন্ধনে অংশ নিয়ে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান বলেন, ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলাকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করাকে আমি ষড়যন্ত্র বলেই মনে করছি। এই সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সংশ্লিষ্টদের কাছে জোর দাবি জানাচ্ছি। তা না হলে টাঙ্গাইলের সর্বস্তরের মানুষ আন্দোলন-সংগ্রাম করে এই ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য করবে। টাঙ্গাইল ঢাকার সঙ্গেই থাকবে, উল্টো পথে হাঁটবে না।থানায় আসামির ছবি তুলে সাবেক শিবির...