ঢাকা: দেশে আরও উৎপাদনশীল কর্মশক্তি গড়ে তোলা, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো এবং মানুষের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষা ও কর্মসংস্থানের মধ্যকার ব্যবধান দূর করার জন্য সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। বুধবার (২২ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে সাজেদা ফাউন্ডেশন আয়োজিত 'শ্রেণিকক্ষ থেকে ক্যারিয়ার: বাংলাদেশের ভবিষ্যতকে সমৃদ্ধিকরণ' শীর্ষক গোলটেবিল আলোচনায় তারা এ আহ্বান জানান। আলোচনায় বক্তারা বলেন, শিক্ষা ও কর্মসংস্থানের মধ্যকার ব্যবধান দূর করতে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলা জরুরি। পাশাপাশি সরকারি ও বেসরকারি খাত থেকে উদ্ভাবনী তহবিল এবং আনুষঙ্গিক সহায়তা নিশ্চিত করতে হবে। আলোচনায় সভাপতিত্ব করেন সাজেদা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক কূটনীতিক ফারুক সোবহান। তিনি বলেন, শুধুমাত্র শিক্ষার নিম্নমানের কারণে বাংলাদেশ অনেক দেশের চেয়ে পিছিয়ে পড়েছে অথচ একসময় সেসব দেশের অর্থনীতি বাংলাদেশের তুলনায় দুর্বল ছিল। তিনি আরও বলেন, চীন, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া...