দাবি আদায়ে ৪৮ ঘণ্টা আল্টিমেটামের পর বুধবার বিকাল ৪টার দিকে প্রশাসনিক ভবন-১ এর সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে গিয়ে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. সাজেদুল করিম। তিনি বলেন, “শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির বিষয়ে উপাচার্য স্যারের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। নির্বাচনের রোডম্যাপ ও কমিশন গঠনের বিষয়ে ওনার বক্তব্য জানতে চেয়েছিলাম। উপাচার্য বলেছেন, আগামী সোমবার তিনি ঢাকা থেকে ফিরবেন এবং গঠনতন্ত্র অনুসারে নির্বাচন কমিশন গঠন করবেন।” অবস্থান কর্মসূচির শেষে ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে সোমবার রোডম্যাপ ও নির্বাচন কমিশন গঠনের কথা বলেছেন। যদি ওইদিন প্রশাসন তাদের আশ্বাস পূরণ না করে তাহলে প্রশাসনিক কার্যক্রম অচল করে দেওয়া হবে। শাকসু নিয়ে কোনো তালবাহানা, ষড়যন্ত্র আমরা মেনে নিব না।” এর আগে রোববার সাধারণ শিক্ষার্থী ব্যানারে একদল শিক্ষার্থী শাকসু নির্বাচনের...