মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খড়মপুর গ্রামের ইমাদুলের ছেলে মালয়েশিয়া প্রবাস ফেরত সুজন (৩৮) নামের এক যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আড়পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মহিষাখোলা গ্রামের দিক থেকে একটি মোটরসাইকেল দ্রুতগতিতে নিয়ন্ত্রণ হারিয়ে আড়পাড়ার উপ-স্বাস্থ্যকেন্দ্রের গেটে ধাক্কা দেয়। বিকট শব্দ হওয়ায় লোকজন ছুটে এসে সুজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফারুক...