২২ অক্টোবর ২০২৫, ০৯:০৯ পিএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ০৯:০৯ পিএম কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি ঘর পুড়ে ছাই হয়েছে। সকল কিছু হারিয়ে দুই পরিবারের নয় সদস্য বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছেন। তাঁদের কান্নার আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। উপজেলার চিওড়া ইউনিয়নের সাঙ্গিশ্বর গ্রামের মধ্যমপাড়ায় মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সাঙ্গিশ্বর গ্রামের মধ্যমপাড়ার মৃত শফিকুর রহমানের ছেলে ফিরোজ ভুঁইয়ার ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় ফিরোজ ভুঁইয়া ও আফসার মিয়ার টিনশেড ঘর পুড়ে যায়। এতে ঘরে থাকা আলমারি, সুকেস, নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ফ্রিজ, টিভিসহ সকল মালামাল ভস্মীভূত হয়েছে। এতে দুই পরিবারের ৩৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ভুক্তভোগী ফিরোজ ভুঁইয়া বলেন, "আমি বাড়ির বাইরে...