চট্টগ্রামে উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে সংগঠিত হয়ে সভা করছিলেন—এমন প্রমাণ পাওয়ার পর এই ভাঙচুর হয়েছে বলে দাবি করেছেন এনসিপি চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দীন। তিনি আরও দাবি করেন, ওই কার্যালয় থেকে সংগঠিত হয়ে দলটির নেতাকর্মীরা নগরীর বিভিন্ন স্থানে মিছিলও করেছে। আজ বুধবার সন্ধ্যা সাতটার দিকে নগরীর দুই নম্বর গেট বিপ্লবী উদ্যানে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। আরিফ মঈনুদ্দীন আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর ক্ষুব্ধ জনতার হাতে দেশের বিভিন্ন স্থানের মতো চট্টগ্রামেও আওয়ামী লীগের একাধিক কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। তবে সম্প্রতি এই কার্যালয়টি পুনরায় সংস্কার করে গোপনে সংগঠিত হচ্ছিলেন দলটির নেতাকর্মীরা। রাতের আঁধারে এখানে সভা করারও আলামত পাওয়া গেছে। তিনি বলেন, ‘এ বিষয়ে আগেই পুলিশকে...