আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) তিনটি কনভেনশনে সই করেছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কনভেনশন তিনটিতে সই করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত হোসেন। কনভেনশনগুলো হলো— পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক ১৫৫ নম্বর কনভেনশন; কর্মক্ষেত্রে নিরাপত্তার মান উন্নয়নে প্রচারণামূলক কাঠামোবিষয়ক ১৮৭ নম্বর কনভেনশন এবং কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি প্রতিরোধবিষয়ক ১৯০ নম্বর কনভেনশন। এর মধ্যে ১৮৭ ও ১৫৫ নম্বরকে ২০২২ সালে মৌলিক কনভেনশন হিসেবে গ্রহণ করে আইএলও। এসব তথ্য জানিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কনভেনশন তিনটিতে অনুসমর্থন করাটা শ্রমিকদের সুরক্ষায় অন্তর্বর্তী সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। এই অনুসমর্থন শ্রম খাতের সব সামাজিক অংশীদারদের আন্তর্জাতিক শ্রমমান যথাযথভাবে অনুসরণ নিশ্চিতকরণে ভূমিকা রাখবে। সরকার বলছে, এর মধ্য দিয়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে আইএলওর ১০টি...