ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এক তরুণীর লাশের সঙ্গে বিকৃত যৌন আচরণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আবু সাঈদ (২২)। তিনি হালুয়াঘাট পৌর শহরের উত্তর খয়রাকুড়ি গ্রামের মৃত জয়নাল মিয়ার ছেলে। পুলিশ জানায়, আবু সাঈদের বাবা জীবিত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাশ আনা–নেওয়ার কাজে যুক্ত ছিলেন। বাবার মৃত্যুর পর ওই একই কাজে যুক্ত হন আবু সাঈদ। রোববার রাতে এক কলেজছাত্রী আত্মহত্যা করলে তার লাশ থানায় আনা হয়। পরদিন সোমবার লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। ময়নাতদন্তের সময় মর্গের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক লাশের সঙ্গে যৌন আচরণের উপসর্গ দেখতে পান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করে। খবর পেয়ে হালুয়াঘাট থানা পুলিশ রাতেই শহরের পাঠাগার রোড এলাকা থেকে আবু সাঈদকে গ্রেপ্তার করে। হালুয়াঘাট...