বিশ্বখ্যাত রকস্টার নগরবাউল জেমস নতুন জীবনের সূচনা করেছেন। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের এক দশক পর ২০২৪ সালে তিনি বিয়ে করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে। নামিয়ার সঙ্গে তার পরিচয় হয়েছিল ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি অনুষ্ঠানে, যেখানে তাদের সম্পর্কের শুরু হয়। তবে জেমসের ব্যাপারে নামিয়া জানতেন না তেমন কিছু! পরিচয়ের পর থেকে তাদের বন্ধুত্ব গড়ে ওঠে, যা পরে রূপ নেয় প্রেমে এবং বিয়েতে। জেমস-নামিয়া দম্পতির বিয়ের পর, নামিয়া তার নামের সঙ্গে ‘আনাম’ নামটি যোগ করেছেন। এখন তারা একসঙ্গে নতুন পরিবার শুরু করেছেন। চলতি বছরের জুনে তাদের কোলজুড়ে আসে পুত্রসন্তান। শিশুটির নাম রাখা হয়েছে ‘জিবরান আনাম’। এ বিষয়ে গণমাধ্যমে কথা বলতে গিয়ে জেমস জানান, বাবা হওয়ার অনুভূতি অসাধারণ, আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন। তিনি...