কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা স্টেশন লাগোয়া ব্রীজের পাশে লোকালয়ে সরকারি অনুমোদন বিহীন গড়ে তোলা একটি অবৈধ গ্যাসের গোডাউন। গ্রামের ভেতরে গ্যাসের গোডাউন স্থাপনের কারণে যে কোন মুহুর্তে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় আতঙ্কে ভুগছেন স্থানীয় এলাকাবাসী। অভিযোগ উঠেছে, অবৈধ গ্যাসের গোডাউন স্থাপনের ঘটনাটি চকরিয়া উপজেলা প্রশাসনের কাছে জানানোর অজুহাত তুলে স্থানীয় মোজাম্মেল হক নামের এক ব্যক্তিকে জড়িতরা নানাভাবে হুমকি দিচ্ছে। এ ঘটনায় ভুক্তভোগী মোজাম্মেল হক নামের একজন বাদি হয়ে ২০ অক্টোবর চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও) দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগটিতে অবৈধ গ্যাসের গোডাউন স্থাপনের সঙ্গে জড়িত বিএমচর ইউনিয়নের দক্ষিণ বহদ্দারকাটা এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে এরশাদ হোসেন ও নাদের হোসেনের ছেলে হাফেজ মিজান নামের দুইজনকে বিবাদি করা হয়েছে। লিখিত অভিযোগে ভুক্তভোগী এলাকাবাসী বিএমচর ইউনিয়নের ৪ নম্বর...