
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রণীত ‘মিউচুয়াল ফান্ড বিধিমালা ২০২৫’ ও ‘মার্জিন বিধিমালা ২০২৫’-এর বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে বিক্ষোভ করেছেন শেয়ারবাজারের বিনিয়োগকারীরা। তাদের দাবি—চূড়ান্ত করার আগে কমিশন যেন সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়। বুধবার (২২ অক্টোবর ২০২৫) দুপুরে রাজধানীর মতিঝিলে পুরাতন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনের সামনে এই প্রতিবাদ কর্মসূচি পালন করে মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারী ঐক্য ফ্রন্ট এবং বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টরস অ্যাসোসিয়েশন। মানববন্ধনে অংশ নেন অসংখ্য বিনিয়োগকারী, যারা বিএসইসি-এর সাম্প্রতিক নীতিমালাগুলোর বিরুদ্ধে নানা স্লোগান দেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বিএসইসি-এর একতরফা ও অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তগুলো শেয়ারবাজারে চরম অস্থিরতা সৃষ্টি করেছে। তাদের ভাষায়, খসড়া বিধিমালাগুলোতে এমন সব কঠোর বিধান রাখা হয়েছে যা মিউচুয়াল ফান্ড খাত, বিনিয়োগকারী শ্রেণি এবং পুরো শেয়ারবাজারের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।...