শেখ হাসিনার গাড়িবহর হামলা মামলায় সাবেক এমপি হাবিব সহ সাজাপ্রাপ্ত সকল নেতৃবৃন্দ উচ্চ আদালত থেকে খালাস পেয়েছেন। বুধবার উচ্চ আদালত এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করে কলারোয়া ও তালা উপজেলা বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ করে নেতাকর্মীরা।কলারোয়ার সমাবেশে মামলায় ৭০ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির প্রকাশনা সম্পাদক ও তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব সমাবেশে উপস্থিত থেকে জনতার উদ্দেশ্য বক্তব্য প্রদান করেন।সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হেসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন প্রমুখ।এছাড়া তালা উপজেলায় এই রায় ঘোষণার পর উচ্ছ্বাস প্রকাশ করে আনন্দ মিছিল বের হয়। এতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবু মৃণাল...