নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ||রাইজিংবিডি.কম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ বিশেষ অভিযানে পুলিশকে জখম করে ছিনিয়ে নেওয়া মূল আসামিসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে। আজ বুধবার (২২ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।আরো পড়ুন:মহাসড়কে টহলকালে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহতপশুর নদীতে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ পুলিশ জানায়, মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে বন্দর থানাধীন সিপিআর গেট সংলগ্ন এলাকায় দুই ছিনতাইকারী এক চীনের নাগরিকের কাছ থেকে ছিনতাই করার চেষ্টা করে। তখন উপস্থিত জনতা তাদের আটক করে গণধোলাই দিয়ে বন্দর থানা পুলিশের হাতে তুলে দেয়। আটক দুই ছিনতাইকারী হলো ইমাম হোসেন ও শাহাজাদ হোসেন।পরে পুলিশ আহত অবস্থায় তাদের বন্দর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠালে পুলিশ সেখানে একজনকে হেফাজতে রেখে চিকিৎসা...