দেশের স্থিতিশীলতা বজায় রাখতে জাতীয় স্বার্থ সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে দূরদর্শীতার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে বাস্তবসম্মত ও কার্যকর জাতীয় নীতি ও কৌশল প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেছেন সামরিক ও বেসামরিক বিশ্লেষকগণ। সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ-এর (বিআইআইএসএস) যৌথ আয়োজনে বুধবার ‘আঞ্চলিক ভূরাজনৈতিক দৃশ্যপট : বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় প্রভাব ও পরবর্তী গতিপথ’ শীর্ষক এক সেমিনারে তারা এ বিষয়গুলো আলোচনা করেন। রাজধানীর ইস্কাটনে বিআইআইএসএস মিলনায়তনে অনুষ্ঠিত এ সেমিনারে রাজনৈতিক ও সামরিক বিশ্লেষক, দেশ-বিদেশের রাষ্ট্রদূত, সশস্ত্র বাহিনী ও বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ যোগ দেন। নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. সাখাওয়াত হোসেন সেমিনারে প্রধান অতিথি ছিলেন। তিনি তার বক্তব্যে অভ্যন্তরীণ ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার ওপর জোর দেন এবং এ বিষয়ে রাজনীতিকদের অন্য দেশ থেকে শেখার...