নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের উন্নয়ন ও সংস্কার নিশ্চিত করতে গণতান্ত্রিক ও সততা চর্চা, সামষ্টিক স্বার্থকে গুরুত্ব দেওয়া এবং গুজব ছড়ানো বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী । একইসঙ্গে তিনি মন্তব্য করেছেন যে, বাংলাদেশ ব্যাংকের মতো বিএসইসি-এরও সায়ত্বশাসন প্রয়োজন । বুধবার (২২ অক্টোবর, ২০২৫) বিএসইসি-এর সাথে শেয়ারবাজারের অংশীজনদের চতুর্থ মাসিক সমন্বয় সভায় তিনি এই মন্তব্য করেন । রাজধানীর আগারগাঁও-এ বিএসইসি-এর মাল্টিপারপাস হলে সকালে শুরু হওয়া এই সভায় বিএসইসি'র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনারবৃন্দসহ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) , চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) , ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজন প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন । সভায় ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, "আমাদের মানসিকতা পাল্টাতে হবে। গণতান্ত্রিক ও সততা চর্চা করতে হবে ও সামষ্টিক স্বার্থকে গুরুত্ব দিতে...