ময়মনসিংহের ভালুকায় সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে রাখতে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।বুধবার (২২ অক্টোবর) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা অংশে পরিচালিত এই অভিযানে মোট ১৩টি মামলা দায়ের করা হয়েছে এবং তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।র্যাব সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনা হ্রাস এবং চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই অভিযান চালানো হয়। এ সময় যানবাহনের ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স এবং প্রয়োজনীয় কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হয়। অভিযানে বিভিন্ন ধরনের অনিয়ম ও আইন অমান্যের প্রমাণ মেলায় এই ১৩টি মামলা দায়ের করা হয় এবং তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।অভিযানটিতে নেতৃত্ব দেন ট্রাফিক ইন্সপেক্টর পলাশ শাহা এবং ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ।এ বিষয়ে ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা এবং সড়কে...