ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম (শায়খে চরমোনাই) বলেছেন, আমাদের রাজনীতি ক্ষমতার জন্য নয় বরং দেশ, ইসলাম ও জনগণের অধিকার রক্ষার জন্য। দেশের মানুষ আজ ন্যায়বিচার থেকে বঞ্চিত, দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের শিকার। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি দল, যারা ক্ষমতায় নয়, জনগণের সেবায় বিশ্বাসী। বুধবার (২২ অক্টোবর) চট্টগ্রামের আনন্দরপুরে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন চট্টগ্রাম-১০ আসনের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, ‘জনগণ বহু বছর ধরে আওয়ামী লীগ ও বিএনপির শাসন দেখেছে, কিন্তু জনগণের ভাগ্য পরিবর্তন হয়নি। তাই আজ মানুষ বিকল্প খুঁজছে যা হচ্ছে ইসলাম। আমাদের লক্ষ্য এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা যেখানে আল্লাহভীতি শাসনের ভিত্তি, ন্যায়বিচার রাষ্ট্রের মূলনীতি এবং নাগরিকের অধিকার নিশ্চিত থাকবে।’ তিনি বলেন, ‘আসন্ন নির্বাচনে প্রতিটি ওয়ার্ড...