সিলেট:জনতাকে সঙ্গে নিয়ে সিলেট-১ আসনে দলের মনোনয়নের জন্য আবেদন জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিসিকের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, দলের মনোনয়ন বোর্ড বসলে যেন তার প্রতি ন্যায্য বিচার হয়—এটাই প্রত্যাশা। বুধবার (২২ অক্টোবর) হযরত শাহজালাল (রহ.) এর দরগাহে জোহরের নামাজ আদায় করে সিলেট-১ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী হিসেবে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন আরিফুল হক চৌধুরী। এ সময় রাষ্ট্র কাঠামো বিনির্মাণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সংবলিত প্রচারপত্র বিলি করেন তিনি। এরআগে আরিফুল হক চৌধুরীর ‘নির্বাচনী পদযাত্রা’ শীর্ষক বিশেষ প্রচারপত্রও বিলি করেন। এ পদযাত্রায় বিএনপির নেতাকর্মী-সমর্থকসহ হাজার হাজার মানুষ অংশ নেন। পদযাত্রা শুরুতে আরিফুল হক বলেন, যে কোনো নির্বচানী প্রচারণা ওলিকূল শিরোমনি হযরত শাহজালালের (রহ.) দরগাহ মাজার জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয়। আমার দল থেকে আগামী...