সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান বলেছেন, বর্তমান বিশ্বে ভূগোলের চেয়ে রাজনীতি অধিক প্রভাবশালী হয়ে উঠছে, বিশেষ করে দক্ষিণ এশিয়া অঞ্চলে।বুধবার (২২ অক্টোবর) এএফডি ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। বিআইআইএসএসের মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।‘রিজিওনাল জিওপলিটিক্যাল ল্যান্ডস্কেপ : ইমপ্যাক্টস অন দ্য সিকিউরিটি ডাইনামিক্স অব বাংলাদেশ অ্যান্ড ওয়েজ ফরওয়ার্ড’- শীর্ষক সেমিনার তিনি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।তিনি বর্তমান আঞ্চলিক ও বৈশ্বিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটের জটিলতা এবং বহুমাত্রিক প্রভাবের ওপর আলোচনা করেন।তিনি বলেন, বর্তমান বিশ্বের ভূরাজনীতি এমন একপর্যায়ে পৌঁছেছে, যেখানে জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপট পারস্পরিক সহযোগিতার ওপর নির্ভরশীল এবং একে অপরের সঙ্গে জটিলভাবে জড়িত। তিনি উল্লেখ করেন, বর্তমান বিশ্বে ভূগোলের চেয়ে...