ঢাকা-কলকাতা দুই বাংলার সিনেমায় অবাধে কাজ করে চলা অভিনেত্রী জয়া আহসান মনে করেন বাংলাদেশে তিনি তার সেরা কাজটি ‘এখনো করে উঠতে পারেননি’। ক্যারিয়ারে মোড় ঘুরে যাওয়ার পেছনে ওপার বাংলার সিনেমায় অভিনয় করার সিদ্ধান্তকে কারণ হিসাবে তুলে ধরেছেন জয়া। কদিন আগে একটি টেলিভিশন স্টেশনে পডকাস্ট অনুষ্ঠানে এসে কথা বলছিলেন অভিনেত্রী। সেখানে জয়া বলেন, "বাংলাদেশে এখনো আমি সেরা কাজটা করতে পারেননি। এই কষ্টটা আমাকে পীড়া দেয়। আমি একটা কাঙ্ক্ষিত চরিত্র পর্দায় উপস্থাপনের জন্য অপেক্ষায় আছি।" ঢাকা ও কলকাতা মিলিয়ে ৪০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন জয়া। কলকাতা যাত্রা নিয়ে জয়া বলেন,"তখন বাংলাদেশে আমি করতে পারি, সে রকম কাজ পাচ্ছিলাম না। সেই কষ্টের জায়গা থেকে এবং শিল্পের প্রতি আমার প্যাশনের কারণেই কলকাতায় যাওয়া। আমাকে তো কাজ করতে হবে। অভিনয় ছাড়া তো আমি কিছু করিনি বা...