ময়মনসিংহের ফুলপুর উপজেলায় শিশু ধর্ষণ চেষ্টার সন্দেহ থেকে বাকবিতণ্ডার জেরে ফুলবলী রবিদাস (৬৫) নামের এক বৃদ্ধা নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আবুয়া রবিদাস (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। নিহত ফুলবলী রবিদাস স্থানীয় বাসিন্দা মহেষ চন্দ্র রবিদাসের স্ত্রী। বুধবার (২২ অক্টোবর) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই নারীর মৃত্যু হয়। এর আগে, গত রবিবার (১৯ অক্টোবর) রাতে ফুলপুর উপজেলার আমুয়াকান্দা খাধ্য গুদাম সংলগ্ন এলাকায় শিশু ধর্ষণ চেষ্টার সন্দেহ থেকে দুই পক্ষের বাকবিতণ্ডা হয়। এরই জেরে ওই বৃদ্ধ নারীকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি বলেন, “৪ থেকে ৫ বছর বয়সি এক শিশুকে আবুয়া রবিদাস ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও...