২২ অক্টোবর ২০২৫, ০৯:০১ পিএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ০৯:০১ পিএম দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে নোয়াখালী জেলা শহর মাইজদীর অত্যন্ত ব্যস্ততম ‘জেল খানা সড়কের’ সংস্কার কাজ শুরু হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বিকেলে আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী শেখ মাহফুজুল হোসাইন ইনকিলাবকে জানান, এলজিইডি'র আওতায় বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় ১৮ কোটি ১৯ লাখ ৭৭ হাজার টাকা ব্যায়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে নোয়াখালী পৌরসভা। নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,নোয়াখালী পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ইসমাঈল, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো.বেলাল আহম্মেদ খাঁন, পৌর নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিনসহ এলজিইডি, জেলা ও পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার প্রশাসক মুহাম্মদ ইসমাঈল বলেন, মাইজদী বাজার জেল খানা সড়কটি শহরের...