২২ অক্টোবর ২০২৫, ০৯:০৭ পিএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ০৯:০৭ পিএম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার (২২ অক্টোবর) দুপুরে রংপুর জিলা স্কুল মোড়ে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন দলের নেতাকর্মীসহ নানা পেশার মানুষ অংশ নেন। এ সময় ‘উত্তরের এই বৈষম্য, মানি না মানবো না’, ‘সবার প্রাপ্য সবাই পায়, আমার বেলায় বাজেট নাই’, ‘তিস্তাপাড়ের কান্না আর না আর না’ এবং ভারতবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এতে বক্তব্য দেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান, সদস্য বখতিয়ার শিশির, জামায়াতে ইসলামীর মহানগর কমিটির সহকারী সেক্রেটারি রায়হান সিরাজী, এনসিপি নেতা আলমগীর নয়ন, আলমগীর কবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক খন্দকার নাহিদ হাসান, ইমরান আহমেদ...