মেহেরপুর: মোটরসাইকেল দুর্ঘটনায় মেহেরপুরে মালয়েশিয়া প্রবাসী সুজন আলী (২৭) নিহত হয়েছেন। তিনি গাংনী উপজেলার খড়মপুর গ্রামের ইমদাদুল হকের ছেলে। বুধবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে আড়পাড়া গ্রামের ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে এই দুর্ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারুক হোসেন। স্থানীয়রা জানান, সুজন আলী তার শ্বশুরবাড়ি বেড় গ্রাম থেকে মোটরসাইকেলযোগে গ্রামে ফিরছিলেন। আড়পাড়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে এসে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বাউন্ডারি প্রাচিরের সাথে ধাক্কা...