নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) রিসার্চ সেলের কম্পিউটার অপারেটর কায়সার হামিদ চৌধুরীর বিরুদ্ধে ১ কোটি ৪০ লাখ টাকার অর্থ আত্মসাতের অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন আদালতে মামলা দায়ের করেছে।প্রশাসন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের আইন কর্মকর্তা আশিষ চন্দ্রশীল বাদী হয়ে গত ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের স্পেশাল জজ কোর্টে মামলা নম্বর ৫/২০২৫ হিসেবে এ মামলা দায়ের করেন।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত কায়সার হামিদ চৌধুরী (সাময়িক বরখাস্ত) ও অজ্ঞাতনামা আরও কয়েকজন ব্যক্তি ভ্যাট ও ট্যাক্সের নামে ৬০ লাখ টাকা এবং জালিয়াতির মাধ্যমে আরও ৮০ লাখ টাকা—সর্বমোট ১ কোটি ৪০ লাখ টাকার সরকারি অর্থ আত্মসাত করেছেন।এর আগে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার পর ২০২৫ সালের ২৯ মে বিশ্ববিদ্যালয় প্রশাসন কায়সার হামিদ চৌধুরীকে সাময়িকভাবে বরখাস্ত করে। পরে ৪ জুন ২০২৫...