দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদপ্রার্থী এহতেশামুল হক চৌধুরী বলেছেন, সিলেটের প্রতিটি উপজেলায় একটি করে চেম্বার স্থাপন করা হবে। সিলেট চেম্বারের তত্ত্বাবধানে উপজেলার ব্যবসায়ী কেন্দ্রগুলোতে কার্যালয় স্থাপন এবং সিলেট চেম্বারে ব্যবসায়ীদের বসার জন্য পর্যাপ্ত আসন ও আনুষঙ্গিক সুবিধা নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, সিলেটের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং চেম্বারের সদস্যদের সাথে বৃহৎ প্রতিষ্ঠানের কর্পোরেট সার্ভিস চালু করা হবে। ভ্যাট ও ট্যাক্সকে সহনীয় পর্যায়ে রাখতে সিলেট ব্যবসায়ী প্যানেল ফোরামে অভিজ্ঞ বিশেষজ্ঞদের (এক্সপার্ট) সংযোজন করা হয়েছে। অনলাইনে নবায়ন প্রক্রিয়া সহজ করতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরও আমাদের প্যানেলে যুক্ত করা হয়েছে। তামাবিলের ব্যবসায়ীদের জন্য একটি সাব-গ্রুপ গঠন করে স্থলবন্দরগুলো মনিটরিং করা হবে এবং তাদেরকে চেম্বারের মূল কাঠামোর সঙ্গে সম্পৃক্ত করা হবে। বুধবার দুপুরে সিলেটের তামাবিল স্থলবন্দরে তামাবিল পাথর আমদানিকারক...