
বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে চলতি বছরের মধ্যেই দেশটির সঙ্গে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (ইপিএ) স্বাক্ষর সই করার আহ্বান জানিয়েছে জাপান। একই সঙ্গে ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে শুল্ক ব্যবস্থার সংস্কার, স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব করনীতি নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নের মাধ্যমে ব্যবসায়িক প্রক্রিয়া সহজ করার তাগিদ দিয়েছে।এর আগে গত এপ্রিলে টোকিওতে অনুষ্ঠিত জাপান-বাংলাদেশ পাবলিক-প্রাইভেট জয়েন্ট ইকোনমিক ডায়ালগ (পিপিইডি) এ জাপানি কর্মকর্তারা এসব দাবি তোলেন। বৈঠকে তারা বাংলাদেশে ব্যবসার বেশকিছু প্রতিবন্ধকতা অস্থিতিশীল অর্থনৈতিক অঞ্চল প্রণোদনা, ভিসা ও ওয়ার্ক পারমিট অনুমোদনে দীর্ঘসূত্রতা, আন্তর্জাতিক মানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ব্যাংকিং প্রক্রিয়া, এবং দক্ষ শ্রমিক ও অবকাঠামো ঘাটতির কথা উল্লেখ করেন, যেগুলোর জরুরি সমাধান দরকার। জাপানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক এখন অনেকটাই নির্ভর করছে সময়মতো ইপিএ স্বাক্ষরের ওপর। গত ৩-১২ সেপ্টেম্বর টোকিওতে এই চুক্তির সপ্তম দফা...