স্থানীয়রা জানান, অপরিণত বয়সের নবজাতকটি পলিথিনে মোড়ানো অবস্থায় রাস্তার পাশে পড়ে ছিল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীদের ধারণা, ঘটনাটি অবৈধ গর্ভপাতের ফল হতে পারে। নবজাতকটির বয়স মায়ের গর্ভে প্রায় পাঁচ থেকে ছয় মাস ছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সাখুয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. আব্দুর রশীদ এম এ বলেন, “রাস্তার পাশে কে বা কারা শিশুটিকে ফেলে রেখে গেছে, তা বলা যাচ্ছে না। মনে হচ্ছে এটি অবৈধ গর্ভপাতের ঘটনা। শিশুটিকে দেখে বোঝা যায়, গর্ভে প্রায় পাঁচ–ছয়...