আসন্ন জাতীয় নির্বাচন ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কক্সবাজারে র্যাব-১৫ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।২২ অক্টোবর দুপুরে কক্সবাজার ব্যাটালিয়ন সদরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন র্যাব-১৫ অধিনায়ক লে. কর্ণেল কামরুল হাসান, পিএসসি, আর্টিলারি।সভায় কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি ও সেক্রেটারি ছাড়াও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।অধিনায়ক লে. কর্ণেল কামরুল হাসান জেলার সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও অস্ত্র বিরোধী অভিযান, মানবপাচার ও অপহরণ প্রতিরোধ, পর্যটন ও শহরের নিরাপত্তা ও সন্ত্রাস দমন কার্যক্রম নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি বলেন, র্যাব-১৫ সর্বদা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।সাংবাদিকরা র্যাবের ভূমিকার প্রশংসা জানিয়ে পারস্পরিক সহযোগিতা ও স্বচ্ছ, নিরপেক্ষ অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। সভায় সীমান্তে অস্ত্র-চোরাচালন ও...