প্রায় তিন বছর ধরে সংসার করছেন দ্বিতীয় স্বামীর। অথচ নিয়মবহির্ভূতভাবে তুলে যাচ্ছেন প্রথম স্বামীর সরকারি পেনশনের টাকা। তথ্য গোপন করে পৌরসভা থেকে নেওয়া প্রত্যয়ন দাখিলে হিসাবরক্ষণ অফিসের চোখে ধুলা দিয়ে মাদরাসা শিক্ষিকা আফরোজা খাতুন এমন প্রতারণা করছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষিকা পাবনা সদর পৌর এলাকার আশরাফ আলীর মেয়ে। তিনি জেলার আটঘরিয়া উপজেলার শিবপুর ত্বহা ইসলামিয়া ফাজিল মাদরাসায় শিক্ষিকা হিসেবে কর্মরত। তথ্য বলছে, ২০২১ সালের ১২ এপ্রিল মারা যান আফরোজা খাতুনের প্রথম স্বামী দাপুনিয়া ইউনিয়নের মির্জাপুরের বাসিন্দা ও গয়েশপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মহিউল আলম। এরপর দাপ্তরিক প্রক্রিয়া শেষে ওই মাস থেকেই মহিউল আলমের স্ত্রী হিসেবে পেনশন ভাতা গ্রহণ করতে শুরু করেন আফরোজা খাতুন। পরে ২০২২ সালে ৪ মে গয়েশপুর এলাকার আব্দুস সোবহান শেখের ছেলে আলাউদ্দিনের সঙ্গে দ্বিতীয় বিবাহবন্ধনে আবদ্ধ...