শ্রমিক বিক্ষোভের মুখে বন্ধ করে দেওয়া চট্টগ্রাম ইপিজেডের প্যাসিফিক জিন্স গ্রুপের আটটি কারখানা বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে। পাঁচ দিন বন্ধের পর কাল থেকে একযোগে সব কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ। গতকাল মঙ্গলবার রাতে প্যাসিফিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর স্বাক্ষরিত পৃথক পৃথক নোটিশে ৮টি কারখানা খুলে দেওয়ার তথ্য জানানো হয়। এতে কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে উপস্থিত থেকে উৎপাদন কার্যক্রম পরিচালনায় সহায়তা করার আহ্বান জানানো হয়। নোটিশে বলা হয়, সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ১৬ অক্টোবর থেকে কারখানার কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। বর্তমানে সার্বিক পরিস্থিতির উন্নতি হওয়ায় এবং অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ায় ২৩ অক্টোবর থেকে কারখানা পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নোটিশে আরও বলা হয়,...