নতুন বিজ্ঞপ্তিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতনসহ নিয়োগের বিস্তারিত ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। শিক্ষাজীবনে প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য বেতন স্কেল ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা আর প্রশিক্ষণবিহীনদের জন্য ১১ হাজার ৩০০ থেকে ২৭ হাজার ২৩০ টাকা। এ ছাড়া যোগ্যতা ও পরীক্ষার বিস্তারিতও উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক অথবা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। তবে শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেউ চাকরি পেলে প্রশিক্ষণপ্রাপ্তদের বেতন স্কেল ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা এবং প্রশিক্ষণবিহীনদের বেতন স্কেল ১১ হাজার ৩০০ থেকে ২৭ হাজার ২৩০ টাকা। পরীক্ষার পদ্ধতিপ্রধান শিক্ষক নিয়োগের জন্য মোট ১০০ নম্বরের পরীক্ষা...