নিত্যপণ্যের বাজারে যখন আগুন, তখন ঠাকুরগাঁওয়ের সবজি চাষিদের কপালে ভাঁজ ফেলেছে বাম্পার ফলন। আগাম সবজি, বিশেষ করে মূলার ব্যাপক সরবরাহের কারণে পাইকারি বাজারে দাম নেমে এসেছে তলানিতে। এক কেজি তেল কিনতে কৃষককে ৪০ কেজি মুলা বিক্রি করতে হচ্ছে। বর্তমানে প্রতি কেজি মুলা বিক্রি হচ্ছে মাত্র ৫-৬ টাকায়। আর এক কেজি ভোজ্যতেলের মূল্য প্রায় ২শ টাকা। বুধবার সকালে সদর উপজেলার খোঁচাবাড়ি হাটে এমন চিত্র দেখা যায়। ৫-৬ টাকা দরে কেজিপ্রতি মুলা বিক্রি হয়েছে। শুধু মুলাই নয়, ফুলকপির দামও নিম্নমুখী; গত সাত দিন আগে ৬০-৭০ টাকা দরে বিক্রি হলেও এখন নামছে ৪০ টাকায়। এছাড়া বাঁধাকপি, বেগুনসহ অন্যান্য সবজির দামও নিম্নমুখী। কৃষকরা বলছেন, দাম এতটাই কম যে, মুলা তুলতে শ্রমিক খরচও উঠছে না। ফলে লোকসান এড়াতে বহু কৃষক জমি থেকে ফসল তুলছেন না;...