অভিযুক্ত ডুম আবু সাঈদ জেলার হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। সে হালুয়াঘাট থানার মরদেহ আনা-নেওয়ার কাজ করত। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত আসামি আবু সাইদকে গ্রেফতার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।’ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ জসিম উদ্দিন বলেন, ‘গত রোববার জেলার হালুয়াঘাট উপজেলায় রাত আনুমানিক রাত ৯টার দিকে এক তরুণী ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যা করে। পরে রাতে হালুয়াঘাট থানা পুলিশ মরদেহ উদ্ধার করে হেফাজতে রাখে। পরদিন সকাল ১১টায় ডুম আবু সাইদ ও আরেকজন তরুণীর মরদেহ হাসপাতালের মর্গে নিয়ে আসে। আসার পর চাবি নিয়ে মর্গে মরদেহ রেখে আবার চাবি দিয়ে চলে যায়। পরে আধাঘণ্টা পর আবারও ডুম আবু সাইদ ও তার সঙ্গী এসে চাবি...