সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জয়ে (ডিএসই) সাড়ে তিন মাস পর লেনদেন নেমেছে ৩০০ কোটির ঘরে। আগের দিনের চেয়ে ১২২ কোটি টাকা কমে লেনদেন হয়েছে ৩৫৫ কোটি টাকা। তবে বুধবার ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৫ দশমিক ৩৬ পয়েন্ট। শেয়ারদর বেড়েছে ৩৬ ভাগের বেশি কোম্পানির। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে ১৩ দশমিক পাঁচ-দুই পয়েন্ট। বুধবার দিনের শুরু থেকে কিছুটা ইতিবাচক ছিল ঢাকার শেয়ারবাজার। প্রথম ১০ মিনিটে প্রধান সূচক ১৬ পয়েন্ট বাড়লেও সময়ের সাথে শুরু হয় সূচকের উত্থান-পতন। দিনশেষে ডিএসইএক্স সূচক ৫ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯৪ পয়েন্টে। তবে, মূল্যসূচক বাড়লেও ডিএসইতে আগের দিনের চেয়ে ১২২ কোটি ৯৭ লাখ টাকার লেনদেন কমেছে। আজ মোট লেনদেনের পরিমান ৩৫৫ কোটি ৪ লাখ টাকা। হাতবদলে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানি...