
লেনদেন খরা কাটছে না দেশের শেয়ারবাজারে। চার মাস পর চলতি সপ্তাহের দ্বিতীয় দিন (২০ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমে ৩০০ কোটি টাকার ঘরে নেমে আসে। এরপর গতকাল মঙ্গলবার কিছুটা বাড়লেও বুধবার আবার লেনদেন ৩০০ কোটি টাকার ঘরে নেমে আসে। সেই সঙ্গে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। তবে মূল্যসূচক কিছুটা বেড়েছে। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম কমার তালিকায় বেশিরভাগ প্রতিষ্ঠান থাকার পাশাপাশি কমেছে মূল্যসূচক। তবে লেনদেন সামান্য বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেনের পুরো সময়জুড়ে ব্যাপক অস্থিরতা দেখা যায়। এই অস্থিরতার মধ্যে লেনদেনের বেশিরভাগ সময় সূচক ঋণাত্মক থাকলেও শেষ পর্যন্ত সূচক বেড়েই দিনের লেনদেন শেষ হয়। দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম...