
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৫৫০ কোটি ডলারের ঋণ কর্মসূচির ষষ্ঠ কিস্তি ছাড় হবে আগামী জাতীয় নির্বাচনের পর। দাতা সংস্থাটি জানিয়েছে, সংস্কার কর্মসূচির ধারাবাহিকতা নিশ্চিত করতে তারা নতুন নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা শেষে পরবর্তী অর্থছাড় করবে। ষষ্ঠ কিস্তি বাবদ বাংলাদেশ পাওয়ার কথা প্রায় ৮০ কোটি ডলার। মূল পরিকল্পনা অনুযায়ী আগামী ডিসেম্বর মাসে কিস্তি ছাড়ের কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা নির্বাচনের আগ পর্যন্ত স্থগিত করলো আইএমএফ। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। ওয়াশিংটনে অনুষ্ঠিত আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে অংশ নিচ্ছেন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। সেখানেই আইএমএফের পক্ষ থেকে বাংলাদেশকে এই বার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন গভর্নর। তিনি বলেন, ‘আইএমএফ চায় নির্বাচিত সরকারের সঙ্গে বসে সংস্কার...