
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেছেন, “ছাত্রদল নেতা ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। কেউ যেন আইনের ফাঁক দিয়ে বেরিয়ে না যায়।” বুধবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয় রফিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোবায়েদ হত্যাকাণ্ডের অগ্রগতি এবং প্রশাসনের অবস্থানের বিষয়ে জানাতে গিয়ে তিনি এ কথা বলেন। অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, “আমরা আজ শোকে বিহ্বল। বিশ্ববিদ্যালয়ের দিবস যেখানে উদ্যাপন করতে চেয়েছিলাম, সেখানে জোবায়েদের স্মরণে শোকসভা করেছি। সাংস্কৃতিক অনুষ্ঠানও বাতিল করে বিশ্ববিদ্যালয় দিবস তাকে উৎসর্গ করা হবে।” তিনি অভিযোগ করে বলেন, “মামলার এজাহারে ঘটনার মূল হোতা হিসেবে ছাত্রী বর্ষার ভূমিকা উপেক্ষা করা হয়েছে। হত্যার দিন গৃহশিক্ষক জোবায়েদকে বাসায় ডেকে নিয়েছিল বর্ষা। অথচ সেই গুরুত্বপূর্ণ তথ্যটি এজাহারে উল্লেখ করা হয়নি,...