চট্টগ্রাম:চিটাগাং চেম্বারের সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেছেন, পোর্ট ইউজার্স ফোরাম সম্প্রতি চট্টগ্রাম বন্দরের বর্ধিত ট্যারিফ নিয়ে আন্দোলন করেছে- সেই আন্দোলনের সূচনালগ্নে বন্দর কিন্তু প্রাথমিকভাবে বর্ধিত প্রবেশ ফি স্থগিত করেছে। যদি চট্টগ্রামের সব বিজনেস ফোরাম ঐক্যবদ্ধ থাকে তাহলে ব্যবসায়ীদের স্বার্থে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করা সম্ভব।আমরা সব ব্যবসায়ীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। বুধবার (২২ অক্টোবর) দুপুরে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন কার্যালয়ে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।চট্টগ্রামের বাণিজ্যিক প্রসারে প্রতিবন্ধক ওজন স্কেল, বন্দর ট্যারিফ ও চিটাগাং চেম্বারকে জবাবদিহিমূলক ও ব্যবসায়ীবান্ধব করার লক্ষ্য এ সভার আয়োজন করা হয়। আমীর হুমায়ুন বলেন, দীর্ঘদিন পরে গণতান্ত্রিক প্রক্রিয়ার চিটাগাং চেম্বারের নির্বাচন হচ্ছে। আমি এই নির্বাচনকে সমর্থন জানিয়ে বলতে চাই- যারাই যোগ্য প্রার্থী তাদের নির্বাচিত করুন। যাতে করে ব্যবসায়ীদের দৈনন্দিন চিহ্নিত সমস্যাগুলো অচিরেই সমাধান...