কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহার নিয়ে কোনো নীতিমালা নেই দেশের ৬৮ ভাগ ব্যাংকের। এমনকি, প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও রয়েছে দুর্বলতা। আজ বুধবার রাজধানীতে গবেষণা সংস্থা বিআইবিএম এর এক কর্মশালায় এসব কথা উঠে আসে। ঝুঁকি এড়াতে এআই-এর ব্যবহারে সতর্ক থাকার তাগিদ দেন তারা। এ সময় নিরবচ্ছিন্ন গ্রাহক সেবা ও সাইবার নিরাপত্তায় ব্যাংকগুলোকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান বিশ্লেষকরা। জানা গেছে, তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ার পাশাপাশি ব্যাংক খাতে প্রতিনিয়ত বাড়ছে সাইবার ঝুঁকি। নিরাপত্তার ঘাটতির কারণে বাংলাদেশ ব্যাংক থেকে ২০১৬ সালে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি করে হ্যাকাররা। এত বছর পার হলেও, সাইবার নিরাপত্তা বিষয়ে এখনো পুরোপুরি প্রস্তুত নয় বাংলাদেশ। ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিআইবিএমের আলোচনায় উঠে আসে সাইবার হামলার শিকার হলে, বর্তমানে এআই পদ্ধতি ব্যবহার করে ঘুরে দাঁড়ানোর...